Recents in Beach

সুবোধ কুমার চক্রবর্তীর রম্যানী বীক্ষ্য

সুবোধ কুমার চক্রবর্তীর লেখা এই ভ্রমণ কাহিনী সিরিজ রম্যাণি বীক্ষ্য বাংলা ভ্রমণ সাহিত্যকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। রম্যাণি বীক্ষ্য  নামটি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের একটি শ্লোকের প্রথমাংশ। রবীন্দ্রনাথ এর অনুবাদ করেছেন 'সুন্দর নেহারি' - এই গ্রন্থ গুলিতে একদিকে ভারতের বিভিন্ন প্রান্তের যেখানে যা কিছু মনোরম দ্রষ্টব্য স্থান আছে, সাবলীল ভাষায় তার পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক সহ ভ্রমন রসসিক্ত এক ধারাবাহিক উপন্যাস - যেখানে চরিত্র গুলির (স্বাতী-গোপাল) পরিচয়, সম্পর্কের টানাপোড়েন ও পরিণতি লাভ । 

Post a Comment

0 Comments