Recents in Beach

দেব সাহিত্য কুটীর - জনশিক্ষা গ্রন্থমালা

দেব সাহিত্য কুটীর জনশিক্ষা গ্রন্থমালা নামে একটি সিরিজ প্রকাশ করেছিল। 
এই পোস্টে ধীরে ধীরে সেই সব বই গুলো আসবে। আপনাদের কাছে এর কোনো গ্রন্থ থাকলে আমাদের জানাবেন।

৭। ভারত নারী
নারী আজ অন্তঃপুর থেকে বাইরে সকল কাজে পুরুষের পাশে এসে দাড়িয়েছে। সেকালের সমাজেও নারীর স্থান এমনি ছিল। দানে- ধর্মে কিম্বা শাসন কাজে - ভারতের নারী এক বিশিষ্ট স্থান দখল করেছিল। সংযুক্তা, পদ্মিনী, মীরাবাঈ, রাণী ভবানী, অহল্যা বাঈ, লক্ষীবাঈ, রাণী রাসমণি - নানা ক্ষেত্রে বিশিষ্ট এই সাত নারী জীবনের দৃষ্টান্ত দেখে আজকের পুরুষ নারীকে উপযুক্ত মর্যাদা দিতে শিখবেন, আর নারী পাবে প্রেরণা।

Post a Comment

0 Comments